বুধবার (৬ মার্চ) তরস্কের সংবাদ মাধ্যম চ্যানেল-২৪ কে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন মার্কিন চাপে রাশিয়ার সঙ্গে করা অস্ত্র চুক্তি থেকে কিছুতেই সরে আসবে না তুরস্ক। বরং রাশিয়া থেকে এখন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ এবং পরবর্তীতে এস-৫০০ কেনার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এরদোগান বলেন, ‘রাশিয়ার সঙ্গে অস্ত্র কেনার ব্যাপারে চুক্তি হয়ে গেছে। এটি থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই। এখন এই চুক্তি বাতিল করা হবে অনৈতিক। এস-৪০০ নিয়ে আর বিতর্কের সুযোগ নেই। রাশিয়া থেকে এই ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। তবে আমেরিকা কখনও তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট বিক্রির জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করলে আঙ্কারা তাদের কাছ থেকেও তা কিনবে।