সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোন সুনির্দিষ্ট পরিকল্পনা না দেয়ায় যুক্তরাষ্ট্র সেখানে সেনা উপস্থিতি ধরে রাখার কৌশল খুঁজছে বলে অভিযোগ তুলেছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। আইএসের সঙ্গে হাত মিলিয়ে সিরিয়ায় থাকা মার্কিন সেনারা দেশটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করেছে বলে দাবি সিরিয়ার গণমাধ্যমের। এদিকে দেশটির ইদলিব শহরে টহল দিতে শুরু করেছে রুশ ও তুরস্কের সেনারা।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরের পথে পথে শুক্রবার (৮ মার্চ) অস্ত্রবিরতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রুশ ও তুর্কি সেনাদের টহল দিতে দেখা যায়। গত বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় এই টহল শুরু হয়েছে বলে জানায় তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসুই আকর। সিরিয়ার সর্বশেষ সন্ত্রাসী নিয়ন্ত্রিত অঞ্চল বাঘৌজ থেকে নতুন করে ১২ হাজার নারী ও শিশুকে আল হল শরণার্থী ক্যাম্পে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা। এখন পর্যন্ত সেখান থেকে ৫৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয় বলে জানায় সংস্থাটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় ২০০ সেনা রেখে বাকিদের প্রত্যাহার করে নেয়ার বিষয়ে ঘোষণা দিলেও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন পরিকল্পনা জানাতে পারেনি বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, সিরিয়ায় সেনা উপস্থিতি না কমিয়ে বরং সেখানে অবস্থান করতে নতুন কৌশল খুঁজছে মার্কিন বাহিনী। আর এ কারণেই সেনা প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্তে আসতে পারছে না ওয়াশিংটন। এর মধ্যে সিরিয়া গৃহযুদ্ধে অংশ নেয়া মার্কিন সেনারা সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে দেশটি থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মার্চ) সিরিয়ার সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আইএসের সহায়তায় মার্কিন সেনারা হেলিকপ্টারে করে ইতোমধ্যেই সিরিয়া থেকে ৫০ টনের বেশি স্বর্ণ সরিয়ে নিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ইসলামিক স্টেটে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামিমা বেগমের শিশুসন্তান শুক্রবার সিরিয়ায় মারা গেছে বলে নিশ্চিত করেছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। ২০ দিন বয়সী শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়।