কদলপুরের অরাজনৈতিক ছাত্র সংগঠন দুরন্ত পথিক ফাউন্ডেশন এর সাথে কদলপুর ক্রিকেটার্সের সাথে জমজমাট প্রীতি ম্যাচে দাপুটে জয় নিশ্চিত করে দুরন্ত পথিক ফাউন্ডেশন। আজ বিকাল ৪টায় কদলপুর স্কুল এন্ড কলেজে দুরন্ত পথিক ফাউন্ডেশন বনাম কদলপুর ক্রিকেটার্স এর মধ্যকার জমজমাট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। দুরন্ত পথিক ফাউন্ডেশন ট্রস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধন্ত নেয় দলীয় অধিনায়ক মনছুর আলম। কদলপুর ক্রিকেটার্স নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন মোঃ নয়ন। দুরন্ত পথিকের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট সংগ্রহ করে কাজী সাকিব।২য় ইনিংসে দুরন্ত পথিক ফাউন্ডেশন ৮ ওভার ১ বলে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। দুরন্ত পথিক ফাউন্ডেশনের পক্ষে সর্বোচ্চ ৫০* রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয় দলীয় সহ অধিনায়ক আরশেদুল ইসলাম। দলের পক্ষে ২য় সর্বোচ্চ রান করেন ২৯ মোঃ মুন্না। দুরন্ত পথিক ফাউন্ডেশন একাদশঃ মনছুর আলম (অধিনায়ক), আরশেদুল ইসলাম (সহ-অধিনায়ক), তনয় আচার্য্য, জুলহাস উদ্দিন, আনোয়ারুল ইসলাম, কাজী সাকিব, রিপন বিশ্বাস, কামরুল ইসলাম সাকিল, জাহেদুল ইসলাম, মোঃ মুন্না ও আবরার মাহতাব খোকন। কদলপুর ক্রিকেটার্সঃ কাজী গোলাম কিবরিয়া বিপলু (অধিনায়ক), মোঃ পারভেজ (সহ-অধিনায়ক), সাইফুল ইসলাম জিকু, জাবেদ হোসেন, মোঃ সাকিব, মোঃ মুন্না, মোঃ নয়ন, মোঃ তসলিম, মোঃ আলমগীর, মোঃ আসিফ ও সজিব বড়ুয়া। আবরর মাহতাব খোকন- রাউজান প্রতিনিধি।
জমজমাট প্রীতি ম্যাচে দুরন্ত পথিক ফাউন্ডেশনের দাপুটে জয়।
