গত ১১ই মার্চ রোজ সোমবার বাদে আসর হতে দক্ষিণ কদলপুর পরীর দিঘীরপারস্থ খানেকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরিয়া মাঠ প্রাঙ্গনে গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ কদলপুর আঞ্চলিক শাখার ব্যবস্থাপনায় ১৪তম সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সুন্নি সম্মেলনে মাওলানা মুহাম্মদ আব্দুস ছবুর ও আবরার মাহতাব খোকনের যৌথ সঞ্চালনায় গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন সভাপতি আল্লামা অধ্যক্ষ ইলিয়াছ নূরীর সভাপতিত্বে প্রধান আকর্ষণ হিসেবে তকরির করেন আল্লামা আবুল কাশেম নূরী, প্রধান বক্তা হিসেবে তকরির করেন আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হারুনুর রশিদ, আল্লামা হাফেজ মাহাবুবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং কদলপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব তসলিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আবুল কাশেম সিদ্দিকি, মুহাম্মদ আহসান হাবিব চৌধুরী হাসান, মাওলানা মনজুর ইসলাম। নাতে রাসূল পরিবেশন করেন শায়েরে আহলে সুন্নাহ আমির খসরু, সাইদুল হক, ইমরান হোসেন রানা। সুন্নি সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মকছুদুর রহমান ও সচিব রবিউল হোসেন শাহ্, মহসিন, পারভেজ, আলমগীর, সুমন, মুহাম্মদ হোসেন, একরাম হোসেন, আলী আকবর, মিল্লাত, নজরুল, আকতার হোসেন, মুনছুর প্রমুখের সহযোগিতায় অনুষ্ঠান পরিচালিত হয়। উক্ত সুন্নি সম্মেলনে বক্তারা বলেন একজন সন্তান আদর্শিক ও সুন্দর চরিত্রের অধিকারী হতে পিতা-মাতার গুরুত্ব অপরিসীম। পরে সভাপতির সমাপনি বক্তব্য ও আখেরি মোনাজাতের মাধ্যমে সুন্নি সম্মেলন সমাপ্তি হয়। আবরার মাহতাব খোকন-রাউজান প্রতিনিধি।