বিগত ২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় কদলপুর সিকদার পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে শিশু কিশোর সংগঠন কদলপু স্কুল এন্ড কলেজ ফুটন্ত ফুল আসরের কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়। সভাপতি কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ সাকিব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুটন্ত ফুল আসর কদলপুর ইউনিয়নের সমন্বয়ক রবিউল হোসেন সুমন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফুটন্ত ফুল আসর কদলপুর ইউনিয়নের সচিব কাজী মুহাম্মদ কায়েছ উদ্দিন। এতে বক্তব্য রাখেন ফোরকান, রাসেল, সাহিম, রাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে সকলের সম্মতিতে মুহাম্মদ সাকিবকে সভাপতি, ফয়সাল কোরাইশিকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ শাহাজাহানকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বক্তারা বলেন এই সংগঠনটি মূলত শিশু কিশোর সংগঠন।শিশু কিশোর স্কুলের আঙ্গিনাকে নিয়ে কাজ করবে যা স্কুলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাবে। -আবরার মাহতাব খোকন, রাউজান প্রতিনিধি।