যুক্তরাষ্ট্রকে চরম উদ্বেগে ফেলে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পৌঁছেছে রাশিয়ার সৈন্য। এরই মধ্যে দেশটির রাজধানী কারাকাসে অবতরণ করেছে রাশিয়ার দুটি বিমান। সেগুলো থেকে সেনা গাড়ি ও সামরিক অস্ত্র খালাস করা হয়েছে। সিরিয়া ও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরোক্ষভাবে শক্তি প্রদর্শনের পর এটিই হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বশেষ পদক্ষেপ। এই পদক্ষেপে চরম উদ্বেগের মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় ঘরের কাছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মস্কোর এ সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।