কেউ রাজনীতি করেই ‘আঙুল ফুলে কলা গাছ’ বনে যান আবার কেউ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতিকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেন। আবার জনসেবায় জীবন বিলিয়ে দেয়াও রাজনীতিতে বিরল কিছু নয়। তাইতো বলা হয়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিগত কয়েক বছর ধরে নানা নাটকীয়তায় ভরা জাতীয় পার্টির রাজনীতি বহুল প্রচলিত এই উক্তির যথার্থতা প্রমাণ করে চলেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলের মর্যাদা পেয়ে সব ঠিকঠাকই ছিল। কিন্তু গত ২০ মার্চ হঠাৎ করেই যেন দৃশ্যপট পাল্টে যায়। এরপর থেকে স্পষ্ট, জাতীয় পার্টির গৃহদাহ চরম আকার নিয়েছে।
একক ক্ষমতায় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলীয় পদ থেকে আপন ভাই জিএম কাদেরকে সরিয়ে দিয়েছেন। ক’দিন আগেও অসুস্থ অবস্থায় কাছে না পেয়ে যে স্ত্রীর প্রতি ক্ষুব্ধ ছিলেন, সেই রওশনকে করেছেন বিরোধীদলীয় সংসদ উপনেতা।