স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করেন মুক্তিযোদ্ধা জনতালীগ চট্টগ্রাম মহানগর। পুষ্পস্তবক প্রদান শেষে মহানগর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এস এম আবু তাহেরের সঞ্চালনায় ও এডঃ আবদুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় স্বাধীনতা দিবসের উপর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন হাজী মুহাম্মদ হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক গোলাম ছরওয়ার, ডাঃ জাহিদুল ইসলাম, সেলিম সোহেল, মাহাবুব আলম, আব্দুল শুক্কুর, আব্দুল হালিম, আবুল কাসেম সরকার, মিজানুর রহমান, হাবিবুর রহমান, এজাহারুল ইসলাম প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাঙালির জাতিয় জীবনের অনন্য এক দিন আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিনে মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বিশাল। বাঙালি চেয়েছিল এমন একটি স্বাধীন রাষ্ট্র, যা প্রতিষ্ঠিত হবে কিছু আদর্শের ওপর ভিত্তির করে। সেসব আদর্শের দিকে ফিরে তাকানোর দাবি নিয়ে এসেছ আমাদের আজকের স্বাধীনতা দিবস। ৪৮ বছর আগে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে দখলদারমুক্ত করতে সংগ্রামে নামার আহ্বান জানান। আর আজ তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্টে পরিনত করতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। সুতরাং ২৬ মার্চ থেকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিসালী করে দেশকে উন্নত রাষ্টে পরিনত করতে আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে।