চট্টগ্রামের ফটিকছড়িতে তৈলবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ,আরিফ ও মিজান সহ ৩ কিশোরের শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলার চট্টগ্রাম -খাগড়াছড়ি সড়কের পাইন্দং তাজুর ঘাটা নামক স্থানে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটর সাইকেল নিয়ে পাইন্দং ইউনিয়নের ফয়েজ আহম্মদ সওদাগর বাড়ীর জনৈক আবুল বশরের ছেলে মোঃ মাসুদ (১৬), আবু তাহেরের ছেলে ১০ম শ্রেণীর ছাত্র মোঃ অারিফ (১৬) ও আবুল কালামের ছেলে নবম শ্রেণীর ছাত্র মোঃ মিজান (১৬) বেড়াতে বের হয়ে উত্তর দিকে যাবার সময় দক্ষিন মূখী তৈলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে মাসুদ ঘটনা স্থলে মারা যায়। আহত আরিফকে উপজেলা হাসপাতালে নিয়ে যাবার পথে ও মিজান রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ দূর্ঘটনায় ফটিকছড়ি এলাকায় শোকের মাতম বিরাজ করছে।