মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব মেহের আটি শাখায় রাহবারে আলম ছিররে গাউছুল আজম, বিশ্বঅলি শাহেন শাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ( ক:) কেবলা কাবার একমাত্র আওলাদ সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর (ম:) মাওলা হুজুরের আগমন দিবস উদযাপন ও পূর্ব মেহের আটি হজরত আমির সোহম্মদ শাহ (রা:) ওরশ উপলক্ষে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব মেহের আটি শাখার উদ্যোগে মাইজভান্ডারী শীর্ষক আলোচনা সভা গত সোমবার (২৫ মার্চ) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহের আটি মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।
পূর্ব মেহের আটি শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিতিআলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শাহাজাদা মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ সাখাওয়াত হোসাইন গরিবী, সাজ্জাদান শীন নালান্দ আলী নেওয়াজ দরবার শরীফ। উক্ত মাইজভান্ডারী শীর্ষক আলোচনা সভার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গাউছিয়া হক কমিটি বাংলাদেশ পূর্ব মেহের আটি শাখায় প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী। এতে বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।