মোস্তাক আহম্মেদ-সাংবাদিক নেতা : আওয়ামীলীগ নেতা প্রিয়জন বন্ধুবর আবদুচ ছালাম আপনি জননেত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে আধুনিক চট্টগ্রাম গড়ার দায়িত্ব পেয়েছেন। এটা যেমন আপনার জন্যে অত্যন্ত সম্মানের তেমনি আমাদের জন্যও যারা সারাজীবন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছাড়া আর কিছুই লালন করতে শিখেনি।
আপনার নির্লোভ সততা এবং কর্মস্পৃহা সম্বন্ধে চট্টগ্রামবাসী অবহিত। তাইতো আপনি নগরবাসীর আন্তরিক সহযোগিতা নিয়ে নিরলসভাবে কাজ করে দ্রুত এগিয়ে যেতে পারছেন।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনার প্রকৌশল বিভাগ যাদের হাতে বাড়ী ঘরের নকশা করার দায়িত্ব দিয়েছেন তারা আপনার সুন্দর আধুনিক চট্টগ্রাম বিনির্মাণের স্বপ্ন ভেংগে চুরমার করে দেবে কেন—? কারন এটা যারা বাড়ী ঘর তৈরী করার জন্যে চউক ভবনে যাতায়াত করে তারা সবাই জানে যে, যে নকশা আপনার মাধ্যমে পাশ হয় সে নকশা শেষ পর্যন্ত সে রকম থাকেনা। এটা সম্পূর্ণ ভাবে পরিবর্তন হয়ে নিজেদের ইচ্ছামতে হয়ে যায়। নতুভাবে সাজগোজের দায়িত্বটা কিন্তু গ্রহন করে আপনার সেই প্রকৌশলীরা যারা আপনাকে বিল্ডিং কোড অনুসরন করে নকশা অনুমোদনে সহায়তা করেছিলেন তারাই।
এরাই বিশেষভাবে দক্ষতাসম্পন্ন ডাক্তারদের মতো বাড়ীওয়ালাদের চউক এর বাইরে তাদের বিশেষ চেম্বারে যেতে বলেন এবং সেখানে গেলেই বাড়ীওয়ালার মর্জিমাফিক নকশা তৈরী করে দেয়া হয়। সে নকশামতেই তৈরী করা হয় দলান। যেখানে আগের নকশার কিছুই থাকেনা। শুধু তাই নয় এ প্রকৌশলীরা ভবন নির্মাণ করার দায়িত্বও হাতে নেন। ফলে যা হবার তাই হচ্ছে এবং আপনার স্বপ্নের চট্টগ্রাম নগরী ক্রমশঃ জঞ্জালে পরিনত হচ্ছে।
এসবতো আপনার জানা থাকার কথা–+-+। নাকি জেনেও না জানার ভান করে আছেন তাওতো বোধগম্য হচ্ছনা।
সুতরাং শহর ধ্বস্তুপে পরিনত হবার আগেই লোভী দুর্ণীতিবাজ এসব প্রকৌশলীদের লাগাম টেনে ধরার ব্যবস্থা করুন। তাদের বিশেষ চেম্বারে হানাদেন নেতৃত্ব দেন নিজেই এবং শাস্তির আওতায় নিয়ে আসুন।
তবেইতো চট্টগ্রাম বাঁচবে আর না হয়–+++++++