চট্টগ্রামের বাঁশখালীর সমুদ্র উপকূলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. দেলোয়ার হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি—নিহত ব্যক্তি একজন জলদস্যু।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোরে বাঁশখালী উপজেলার ছোট ছনুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই এলাকার নুরুল আলমের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ছোট ছনুয়া এলাকায় জলদস্যুদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেলোয়ার হোসেন নামে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবারসহ ৪টি অস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত দেলোয়ারের বিরুদ্ধে বাঁশখালীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।