ঢাকায় অবস্থিত পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্যান প্যাসিফিক সোনারগাঁওতে ‘মেডিকেল সেন্টার সুপারভাইজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
পদের নাম :
মেডিকেল সেন্টার সুপারভাইজার।
যোগ্যতা :
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে নার্সিং পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে বিএসসি ইন নার্সিং পাস প্রার্থীরা অগ্রধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।
বেতন :
বেতন প্যান প্যাসিফিক সোনারগাঁও এর সাথে আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া :
সদ্য তোলা ছবি, আবেদনপত্র এবং জীবনবৃত্তান্ত সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫’। প্রার্থীরা আবেদন পাঠানোর সুযোগ পাবেন ২০ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
আবেদনের শেষ তারিখ :
আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।