শাহরুখ খানের আদুরে কন্যা সুহানা এখন লন্ডনে পড়াশোনা করছেন। তবে মাঝেমধ্যেই তিনি মুম্বাইয়ে নিজের ঘরে ফেরেন। মা-বাবাকে সঙ্গ দেন। আর নিজের সেরা বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। লন্ডনেও বন্ধু সংখ্যা কম নয়। সামাজিক মাধ্যম সূত্রে সুহানার বন্ধুভাগ্য প্রত্যক্ষ করেন ভক্তরা।
সে এখনো বিনোদন দুনিয়ায় পা রাখেনি। তবে অন্তর্জাল দুনিয়ায় অসংখ্য অনুরাগী শাহরুখকন্যা সুহানা খানের। তারকার-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অশেষ। তার উপর তিনি যদি হন বলিউড বাদশাহর সন্তান, তাহলে অনুমান করাই যায় তার প্রতি ভক্তদের আগ্রহ কত।
কিছুদিন আগে বন্ধু অনন্যা পান্ডের সঙ্গে আরেক বন্ধু শানায়ার বাড়িতে যাওয়ার সময় চিত্র সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন সুহানা ও অনন্যা। গাড়িতে বসে ছিলেন তাঁরা। বেশ উচ্ছ্বসিত ছিলেন সুহানা। মিডিয়া-লাজুক বলে খ্যাত শাহরুখ কন্যাকে হেসে খুন হতে দেখা যায়! তাঁর হাসিরাঙা মুখ তোলপাড় তোলে অন্তর্জালে।
গতকাল রোববার ছিল সাপ্তাহিক ছুটির দিন। এ দিনও বন্ধুসঙ্গ উপভোগ করেন সুহানা খান। আর ক্যামেরাবন্দি করেন সেই মুহূর্ত। পোস্ট করেন ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে। মেকআপ ছাড়াই উজ্জ্বল সুহানার ছবি নেটিজেনদের মনোযোগ কেড়েছে। রোববার দিনটিই যেন উজ্জ্বল করে দিয়েছেন এ স্টার কিড।