রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত গার্মেন্টস মালিকদের সংগঠনের প্রধান কার্যালয় ভবনটি অবশেষে ভাঙার কার্যক্রম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আনুষ্ঠানিক ভাবে শুরু করবে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হবে বিজিএমইএ ভবন ভাঙার কাজ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, দীর্ঘ আইনী জটিলতার অবসান শেষে আমরা উচ্চ আদালত কর্তৃক নতুন করে কোন প্রকার সময় বৃদ্ধি বা ভবন ভাঙ্গা কার্যক্রম স্থগিত রাখতে কোন নির্দেশনা না পাওয়ায় বিজিএমইএ ভবনটি ভেঙ্গে ফেলার কাজ শুরু করছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনটি ভাঙতে বিজিএমইএ-কে দেয়া সময় পার হয়ে যাওয়ার পরই সরকার এই ভবনটি ভাঙ্গার কার্যক্রম শুরু করছে। ভবনটি ভাঙার জন্য রাজউকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান। পুরো ভবনটি ভাঙতে একদিন সময় লাগবে। এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে কেউই আইনের উর্ধে নন। বিজিএমইএ ভবন ভাঙ্গার মধ্য দিয়ে দেশ পুনর্গঠন কাজে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে বর্তমান সরকার। রাজউক সূত্র জানায়, ভবন ভাঙ্গার কার্যক্রম বাস্তবায়নের সময় পুলিশ সেনাবাহিনী, আনসার, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থাকবেন।