শামসুদ্দিন হারুন .. … .. …
তোর জন্যেই আমি ভালো আছি, সত্যি ।
তুই কি কখনও আমায় বেসেছিস ভালো
একটুও এক রত্তি !
প্রিয় আমার,অথই অতল ভালোবাসা নিস ।
নাকি ভালোবাসা ছুঁড়ে ফেলে দিয়ে, তুই
নিবি কেউটের বিষ !
বুকের ভেতরের সবটুকু সুখ,হোক না তোর ।
ওই দুটি টোলের জন্যে প্রতিদিন এনে দেবো
ঝলমলে ভোর !
২ মে ২০১৯ ঢাকা