বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস আজ দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
তিনি শনিবার (০৪ মে) দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছর ৮ ফেব্রুয়ারি আটক করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে। গত বৃহস্পতিবার (০২ মে) হাইকোর্ট থেকে তিনি সবগুলো মামলায় জামিন পান সেই হিসাবে আজ দুপুরে নরসিংদী জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।