বেশির ভাগ বিদেশি মিশনের দপ্তর ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলা করা হয়েছে। তবে এখনও কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এমন এক সময়ই এই রকেট নিক্ষেপ করা হয়েছে, যার কয়েকদিন আগে ইরানি হুমকির কথা উল্লেখ করে ইরাক থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার (১৯ মে) রাতে মধ্য বাগদাদ থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাগদাদ ভিত্তিক দুটি কূটনৈতিক সূত্রও বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছে।
বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা বলয়ের প্রাতিষ্ঠানিক আবাসিক এলাকা হচ্ছে গ্রিন জোন। বাগদাদের কেন্দ্রে অবস্থিত এই এলাকায় পার্লামেন্ট ভবন, প্রধানমন্ত্রীর অফিস, প্রেসিডেন্ট ভবনসহ শীর্ষ কর্মকর্তাদের বাড়ি, দূতাবাস ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গ্রিন জোনের মাঝে একটি ক্যাচুশা রকেট আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এপি তাদের এক প্রতিবেদনে জানায়, গ্রিন জোনে বিস্ফোরণের শব্দ শোনার পর সাইরেন বেজে ওঠে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে রকেটটি মার্কিন দূতাবাসের কাছাকাছি জায়গায় পড়ায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।