আজ মঙ্গলবার (২৮ মে) বোয়ালখালী উপজেলা পশ্চিম শাকপুরা হাজী আজগর আলী কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের উদ্যাগে নগরীর টেরিবাজারস্থ হোটেল আল বয়ানে ইফতার ও দোয়া মাহফিল পরিচালনার পরিষদের সভাপতি মোঃ সরোয়ার আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আলী আশরাফ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্টানের প্রিন্সিফাল ও পরিচালক মোঃ আলী।আরও উপস্থিত ছিলেন পরিচালকদের মধ্যে যথাক্রমে মোঃ হারুনুর রশিদ,মোঃ সগীর আহমদ,মোঃজসিম উদ্দীন,মোঃআবু মনসুর, মোঃরেজাউল করিম,মোঃ শাহ আলম প্রমুখ। সভায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে যুগোপযোগী বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
হাজী আজগর আলী কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের ইফতার ও দোয়া মাহফিল।
