স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে পুলিশের ওপর হামলার ঘটনায় শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জঙ্গিদের সক্ষমতা শেষ করেছি, কিন্তু কখনও বলিনি জঙ্গি মুক্ত করেছি।’ শঙ্কামুক্ত পরিবেশে ঈদ উদযাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ মে) বিকালে রাজধানীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিরাপত্তাবাহিনী, গোয়েন্দা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘নাশকতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বাংলাদেশের জনগণ নিজেরাও সজাগ রয়েছে।’
মালিবাগে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণের প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গিদের ওপর থেকে নাড়া দেওয়ার জন্য কেউ হয়তো এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তা আমরা তদন্ত করে দেখছি। এসব ঘটনা মোকাবিলার জন্য সবসময় তৈরি থাকি আমরা।’
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তাই করা হচ্ছে। কেউ আইনের ঊর্ধ্বে না।’