উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র নাজিরহাট বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া অভিযান দুপুর ১টা পর্যন্ত চলে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন। অভিযান পরিচালনাকালে তাঁকে সহযোগীতা করেন থানা পুলিশ ও বাজারের ব্যবসায়ীবৃন্দ ।
এ সময় বিভিন্ন অপরাধে রবি স্টোর ১৫০০ হাজার, সবুর স্টোর ১০ হাজার, বারেক স্টোর ১০, তহিদ স্টোর ১০ হাজার, ফরিদ আহমদ স্টোর ৫ হাজার, সুপল পাল স্টোর ২ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ ভেজাল ঘি জব্দ করা হয়। এছাড়া অনেক ব্যবসায়ীকে প্রাথমিক সতর্কতা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান চলাকালে অনেক দোকানিকে দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা নাজিরহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। এতে ভোক্তা অধিকার আইনে ছয়টি দোকান থেকে মোট ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অনেক ব্যবসায়ীকে সতর্ক করে দিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’ পরে জব্দকৃত ভেজাল ঘি ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে অভিযান বন্ধ না করে নিয়মিত এরকম অভিযান চালানোর দাবী জানিয়েছেন ক্রেতাসাধারণ ও স্থানীয়রা। দৌলত শওকত-নাজির হাট।