রিয়াবাংলা পত্রিকা অফিসে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে । গত সোমবার (৩ জুন) বিকাল ৫ ঘটিকার সময় মুক্তিযোদ্ধা জনতালীগ বাকলিয়া থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদু সবুরের সভাপতিত্বে এবং রিয়াবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক রুহল আমিনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবধিকার নেতা এডভোকেট মো: হেফাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মো: জাকারিয়া চৌধুরী, আনোয়ারা কেয়াগড় মন্দির কমিটির সভাপতি অরুন কান্তি দাশ, রিয়াবাংলা পত্রিকার বার্তা সম্পাদক ওচমান জাহাঙ্গীর ও মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া কমিটি খুলশী থানা শাখার সাধারণ সম্পাদক মো: আলম। রমজানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জনতালীগ নতুন ব্রীজ শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো: হাবিব, বায়েজিদ থানা সভাপতি মাহবুব আলম, চান্দগাঁও থানা সভাপতি আবুল কাশেম সরকার, নারী অধিকার আন্দোলন নেত্রী নাছিমা কামাল লিলিসহ অন্যান্য বক্তরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহা পুণ্যের কাজ ইফতার করা এবং করানো। মাহে রমজান আমাদেরকে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দিয়ে থাকে। এ মাসের কারণে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা বুঝতে পারে। এ জন্য এক মুমিনের হৃদয় ধাবিত হয় অন্য মুমিনের সুখ-দুঃখের খবর সন্ধানে। যার বাস্তব রূপ প্রকাশ পায় ইফতারের মাধ্যমে। রাসূলে পাক (সা.) এরশাদ করেন, রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সে দোজখ থেকে মুক্তি পাবে আরসে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু এতে রোজাদারের সওয়াব থেকে কিছুই ঘাটতি হবে না অর্থাৎ রোজাদারের সওয়াব কমবে না।