দক্ষিণ আফ্রিকা বধের আত্মবিশ্বাস নিয়ে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কিউইদের পেস আক্রমণ দারুণ শক্তিশালী, তাই দিবারাত্রির ম্যাচটি ব্যাটসম্যানদের জন্য কঠিন পরীক্ষা নিঃসন্দেহে। সৌম্য সরকার জানালেন, শুরুতে উইকেট ধরে রাখার দিকে মনোযোগ দিতে চায় দল। মানে ওপেনার হিসেবে বাড়তি দায়িত্ব নিতে হবে তাকেই।
মঙ্গলবার টিম হোটেল রিভার ব্যাংক পার্ক প্লাজার সামনে সৌম্য সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারালে আমাদের জন্য খুবই ভালো হয়। ওরা যেন শুরুতে উইকেট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। উইকেট ধরে রেখে যত বেশি সম্ভব রান করতে হবে আমাদের।’
ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফর ভালো কাটেনি, সব ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। তবে দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে কিউইদের হারিয়ে দিয়েছিল টাইগাররা। সৌম্য তাই ওভালে তিন দিনের ব্যবধানে আরেকটি সাফল্য পেতে আশাবাদী, ‘নিউজিল্যান্ড আমাদের দেশে খেলেছে, আমরাও ওদের দেশে খেলেছি। ওরা যেমন আমাদের চেনে, আমরাও তেমনি ওদের চিনি। যারা ভালো খেলবে, দিন শেষে তারাই সাফল্য পাবে। আমরা জেতার জন্য মাঠে নামবো, প্রত্যেকে শতভাগ উজাড় করে দেবো।’
সৌম্যর বিশ্বাস, নিউজিল্যান্ড চাপে থাকবে এই ম্যাচে, ‘নিউজিল্যান্ডের সঙ্গে এখানকার আবহাওয়ার কিছুটা মিল আছে। তবে ওরা বলতে পারবে না যে এটা ওদের হোমগ্রাউন্ড। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট, তাই বড় দল হিসেবে ওরা বেশি চাপে থাকবে। যদিও আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে।’
প্রথম ম্যাচে বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন ফিল্ডাররা, যার মধ্যে ডেভিড মিলারের ছিল দুটি। সৌম্য অবশ্য দলের ফিল্ডিং নিয়ে চিন্তিত নন, ‘ক্যাচ মিস হতেই পারে। এটা নিয়ে বেশি চিন্তা করলে তা আমাদের জন্য নেতিবাচক হবে। শুধু ক্যাচ না, মিসফিল্ডিংও যেন কম হয় আমরা সে চেষ্টা করছি।’
সবশেষে প্রথম ম্যাচে মিলার সহ দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়া সাইফউদ্দিনের প্রশংসা করে এই বাঁহাতি ওপেনার বললেন, ‘সাইফের বোলিং সবসময় ভালো লাগে। প্রথম ম্যাচে সে ভালো বল করেছে। সাইফ সেদিনের মতো প্রয়োজনের সময় উইকেট নিতে পারলে দলের জন্যই মঙ্গল।’