বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সুতারাং বুধবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির ২য় বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এ তথ্য জানান।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিষদ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ ২য় বৈঠক বসে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্বে সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।