ঈদের দিন গোসল করার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার জিয়াউদ্দিন আহমেদ বাবলু। গতকাল তাকে চটগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকালে অসুস্থ জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে দেখতে গেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। এসময় সেখানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহীবুল হাসান চৌধুরী নওফেল, রাউজান আসন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ছোট ভাই ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হাসান মাহমুদ চৌধুরী সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র এসময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।