জাবেদুল আজম মাসুদ – – মন কাঁদে,সংগঠিত অনিয়মে।করতে পারিনা কিছুই।সবখানে যেন আদিপত্য,চেয়ারের।কাউন্সিলর পদে দুইবার নির্বাচন করেছি প্রানের নগরী শুলকবহর ওয়ার্ড থেকে ।জনগনের সাড়া পেয়েও সৃষ্ট অনিয়মে বিজয় মালা জনগনের গলায় পরাতে পারিনি।কেন পারিনি তা প্রতিটি এলাকায় নির্বাচনে সম্পৃক্ত ব্যক্তিবর্গই ভালো জানেন।তারপরও সবকিছু মেনে নিয়ে ঘোষিত ব্যক্তিকে অভিনন্দন জানিয়েছি জনগনের সুখ, শান্তির স্বার্থে।
সেই আমার প্রানের নগর চট্টগ্রাম সিটি করপোরেশনের একমুঠো অংশ ৮ নং প্রিয় শুলকবহর।
এ প্রিয় নগরের প্রতিটি অলিগলি ইয়াবা,চাঁদাবাজি, কমিশন, সন্ত্রাস ও ছিনতাইয়ে যেন ভরে গেছে আজ।দেখেও না দেখার ভান করে আছে স্হানীয় জনপ্রতিনিধি ব্যক্তির শত্রু হবে ভেবে,ভোটের সময় বিরোধিতা হবে ভেবে।স্হানীয় প্রশাসন বদলি হওয়ার ভয়ে।অবশ্য প্রশাসন আসামী ধরে আনলেও স্হানীয় জনপ্রতিনিধির মাধ্যমে চলে মিচুয়্যাল,ছাড়া পেয়ে যায় আসামী।সরকারী বরাদ্ধকৃত অর্থে চলে উন্নয়নের নামে ব্যানার ফেস্টুন,পত্রিকায় প্রকাশের রাজনীতি।অথচ নিরাপত্তাহীনতায় ভুগছে জনগন প্রতিনিয়ত।
আসুন এসব উল্লেখিত অনিয়ম বন্ধে সর্বস্তরের জনসাধারণ এক ও অভিন্ন অর্থে কাজ করি।আসুন জনগনের সেবার জায়গাটিকে সুদৃঢ় ও সংরক্ষিত করি।আর তারজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যেগ।প্রয়োজন সঠিক নেতৃত্ব। শিক্ষিত নেতৃত্ব। মেধাবী ও সাহসী নেতৃত্ব। সে যেই হউক তাকেই যেন আমরা শুলকবহরের আগামীর সেবক হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্ত গ্রহন করি।আমরা শান্তিপ্রিয় শুলকবহরবাসী, আমাদেরই স্বার্থে। সবশেষে প্রিয় শুলকবহরের সর্বস্তরের জনসাধারণ এর প্রতি রইলো আমার স্বশ্রদ্ধ সালাম,ভালোবাসা ও লাল গোলাপ শুভেচ্ছা।
শুলকবহরবাসীকে নিয়ে আমার প্রত্যাশা।
