সারা বিশ্বে বাজারে দাপুটে বিচরণ করছে মার্কিন মূদ্রা ডলার। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প বানিজ্য যুদ্ধে পা দিয়ে সেই খেতাবে যেনো কালো মেঘ দেখা যাচ্ছে। কারণ দ্বিপাক্ষিক বাণিজ্যে রাশিয়া ও চীন ডলারকে বাদ দিয়ে নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রুশ সংবাদ সংস্থা ইসভেস্তিয়া’র বরাত দিয়ে ইরান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পার্স টুডে এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে দেশ দুটির মাঝে একটি চুক্তি সাক্ষারিত হয়েছে। রুশ অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়্যানোভ এবং চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার প্রধান ই গ্যাং এই চুক্তিতে স্বাক্ষর করেন।
সাম্প্রতিক সময়ে দেশ দুটি বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে ডলার ব্যবহার থেকে সরে আসার যে তৎপরতা চালাচ্ছে নতুন এ চুক্তি সম্পাদনার ফলে তা আরো জোরদার করবে। এমনকি আন্তঃসীমান্ত বাণিজ্য পরিচালনা করার জন্য দেশ দুটি নতুন একটি পদ্ধতিও তৈরি করছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ফ্রেরুয়ারি মাসে ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে বানিজ্য পরিচালনার ক্ষেত্রে নিজেস্ব জাতীয় মূদ্রা ব্যবহারের ঘোষণা দেয়। এমনকি প্রয়োজন হলে তারা ইউরো ব্যবহার করারও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন।