ইরান অত্যাধুনিক সামরিক যোগাযোগ সিস্টেম ‘সেপেহর-১১০’ চালু করেছে।সেপেহর-১১০ যোগাযোগ ক্ষেত্রে সামরিক বাহিনীর সব ধরণের চাহিদা মেটাতে সক্ষম। ভূমি, আকাশ ও পানিতে এ ব্যবস্থা কাজ করবে।রোববার এ সিস্টেম উদ্বোধন করেন দেশটির আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।এ খবর জানিয়েছে পার্সট্যুডে।
সেপেহর-১১০ হচ্ছে এমন একটি ব্যবস্থা যেটাকে কোনোভাবেই হ্যাক করা যাবে না এবং রেডিও জ্যামিং ও ইলেক্ট্রোমেগনেটিক তৎপরতাও এর কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া এই ব্যবস্থায় আড়িপাতার কোনো সুযোগ নেই।যুদ্ধের সময়ও কোনো ধরণের সমস্যা ছাড়াই এই ব্যবস্থার মাধ্যমে শব্দ, চিত্র ও ডেটা গ্রহণ ও প্রেরণ করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ইরানি বিশেষজ্ঞরা কোনো ধরণের বিদেশি সহযোগিতা ছাড়াই এ ব্যবস্থা তৈরি করেছেন।শত্রুরা ক্রমেই ইরানের শক্তি উপলব্ধি করতে সক্ষম হচ্ছে। অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে শক্তিধর দেশগুলোর একচ্ছত্র আধিপত্য ইরান নষ্ট করে দিতে সক্ষম।