দেশের অন্যতম ও ঐতিহ্যবাহী বেসরকারী বিদ্যাপীঠ চট্টগ্রামের নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন “উৎসর্গ” কতৃক আয়োজিত এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোমবার (৮ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও হাটহাজারী সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব ইউনুস গণি চৌধুরী,, হাটহাজারী ইউএনও রুহুল আমিন,অধ্যক্ষ এস এম নুরুল হুদা, পিএস সৈয়দ মঞ্জুরুল আলম, উপাধ্যক্ষ সাইফুল ইসলাম,কলেজ গভর্নি বডির সদস্য ডাঃ নেজাম মোর্শেদ চৌধুরী,সাংবাদিক ইউনুস মিয়া,আলহাজ্ব আলমগীর মিয়া,শাহাজাহান খান,আলহাজ্ব দিদারুল আলম, সব বিভাগের শিক্ষকমন্ডলী,সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে “ঘাট প্রকাশনা” র মোড়ক উন্মোচন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।