২৭শে নভেম্বর ১৮ইং বুধবার ১টা ৪৫ মিনিটের সময় হালিশহর মুনির নগর ৩৭ নং ওর্য়াডস্থ উজির আলী সওদাগর বাড়ী নিবাসী মরহুম আব্দুল হক সওদাগরের ২য় পুত্র আব্দুল হালিম (বান্ডা) সওদাগর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লহে ………………………….রাজিউন)। ঐদিন বাদেএশা জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যারা শোকবার্তা দিয়েছেন তারা হলেন মহানগর আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খোরশেদ আলম সুজন, যুদ্ধাহ্ত মুক্তিযোদ্ধা এস এনামুল হক চৌধুরী, প্রাক্তন কাস্টম করমকর্তা মো: এজাহারুল হক, মুক্তিযোদ্ধা জনতালীগ মহাসগর সধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম আবু তাহের, ৩৭ নং ওর্য়াড কাউন্সিলরসহ অসংখ্য নেত্রীবৃন্দ। -সংবাদ দাতা মো: জসিম উদ্দীন।