সারিকাইত ইউনিয়নের নিজ বাড়ী হতে দুপুরে হারিয়ে যাওয়া ছেলেটিকে এখনো পাওয়া যায়নি। অনুগ্রহ করে একটু সজাগ থাকুন, কোথাও বাচ্চাটার সন্ধান পেলে জানান। নাম: তানজিমুল (বাদশাহ) পিতা: মাষ্টার ফরিদুল ইসলাম, বয়স: ৬ বছর গায়ের রং: শ্যামলা, পরনে একটা প্যান্ট ছিল এবং গাঁয়ে কোন পোষাক ছিল না, বাড়ি : হাফিজের গো বাড়ী, সারিকাইত, ৩ নং ওয়ার্ড ছেলেটি দুপুর দেড়টায় হারিয়ে যায়। সন্দ্বীপ প্রতিনিধিঃ- জুয়েল মাহমুদ।