কিছু বার্তা সময়ের শেষ বলে কিছু নেই ,সময়ের তো শেষ নেই ? তাইলে তুমি বা কেনো শেষ হবে ? তুমি কেনই বা হেরে যাবে ?? তোমার যেখানে শেষ ; সেখান থেকে অনেকেরই শুরু!! জীবনে থেমে থেকোনা কখনো….শেষ থেকেই শুরু করো আবার।
প্রিয় প্রজন্ম, আগামীর কর্ণধার তোমরা যাঁরা এইচ এস সি পরীক্ষা দিছো,যারা পরীক্ষায় ভাল ফলাফল নিয়ে যাঁরা পাশ করেছো তোমাদের অসাধারণ অর্জনের জন্য জানাই মনের ভিতর থেকে অভিবাদন, আর যাদের পরীক্ষার ফলাফল একটু খারাপ হয়েছে , কিংবা মোটামুটি নাম্বার পেয়ে কোনোরকম পাশ করেছো তাদের ও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, আর যারা এইচ এস সি পরীক্ষায় পাশ করতে পারোনি তাদের জন্য রইল আগামী দিনের জন্য প্রতিদিন নিজেকে নতুন ভাবে জাগিয়ে তুলার ও আরো শক্তিশালী ভাবে নিজেকে তৈরী করার আহবান। আর হ্যা তোমাদের মন খারাপের কিছু নেই,মনে রাখবে একটি পরীক্ষার ফলাফল তোমার জীবনের লক্ষ্যে কোন বাধা সৃষ্টি করতে পারে না, আর যদি তোমরা তা ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভাবছো। তোমরা জানো না হয়তো তোমাদের জন্য ভবিষ্যতে আরো অনেক বড় কিছু অপেক্ষা করছে। শোককে শক্তিতে পরিণত করো, জীবনে অনেক ব্যর্থতা আসবে, আঘাত পাবে, অনেক ভুল করবে কিন্তু এই ভূল ব্যর্থতা সবকিছু থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে এগিয়ে যেতে হবে। পরীক্ষায় সবাই ভালো ফলাফল করবে না, সবাই জিপিএ ৫ পাবে না, কেউবা উত্তীর্ণই হবে না—এটাই স্বাভাবিক। তাই বলে কারও মধ্যে মেধা বা সামর্থ্যের ঘাটতি আছে, তা কিন্তু নয়।
পৃথিবীতে সবাই জিনিয়াস প্রতিটা মানুষের মধ্যেই নিজের মেধা আর সামর্থ্য ফুটিয়ে তুলার ক্ষমতা আছে। কেউ পড়ালেখায় ভালো ফলাফল অর্জন করে, কেউ অন্যভাবে কিছু করে, কিংবা তার নিজের ভিতরের ইচ্ছে শক্তি আকংখা কে আবিষ্কার করে নতুন কিছু করে, তুমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেই থাক, তাহলে ধরে নিতে হবে, তোমার মধ্যে এমন অসাধারণ কিছু প্রতিভা লুকিয়ে আছে, হয়তো বা এখনো তা তুমি নিজেও জান না। শুধু প্রয়োজন অপেক্ষা আর ধৈর্য। তুমি নিজেই হয়তো একদিন শুধু নিজেকে নয় সারা বিশ্ব কে চমকে দেবে, তাই বিশ্বাস রাখো নিজের প্রতি। ব্যর্থ হয়ে ও যাঁরা ব্যর্থতা কে স্বীকার করে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে যায় তারা হারে না কখনো,ব্যর্থতা একটি পরীক্ষা মাত্র ,স্বীকার করে নাও কোথায় ঘাটতি আছে কি ভূল আছে তা খোজে বের করো, লড়াই চালিয়ে যাও যতক্ষণ না তুমি সফল হচ্ছো। স্বপ্ন দেখো সেটা যেটা তোমাকে তোমার স্বপ্ন পূরণে ঘুমুতে দেই না, জেগে স্বপ্ন দেখো ঘুমিয়ে নয় কামড় দিয়ে লেগে থাকো স্বপ্ন আর লক্ষ্যের পিছনে, মানুষ অবশ্যই স্বপ্নের চেয়ে বড়, স্বপ্ন দেখো শান্তির ঘুম ত্যাগ করো লড়াই করো মাঠ ছেড়ে পালিয়ে যেও না, কিছু না করলে স্বপ্নের জ্বয়ধ্বনি শুনতে পাবে না, যে ব্যর্থ হয়ে ও শক্তি রেখে লড়াই করে নিজের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যায় সে কখনো হারেনা। একটা কথা বলি তোমাদের হাজারো বাঁধার মধ্যে ও জীবন কখনোই থেমে থাকে না। বাঁধা অতিক্রম করে জীবন তার আপন গতিতে এগিয়ে ছুটে চলে….জীবন চলবে জীবনের নিয়মে, জীবন কখনো থামবে না,
যত কিছুই ঘটে যাক না কেন, জীবনের সাথে, সবকিছু মেনে নিয়ে লড়াই করে, হার মেনে না নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নাম-ই- জীবন! তোমরা কখনোই ভেবো না তোমাদের মধ্যে সৃষ্টি শীলতা নেই , বিশ্বাস করে লড়ে যাও, তোমরা প্রজন্ম আগামী দিনের কর্ণধার, তোমাদের এই দেশ কে অনেক কিছু দেওয়ার আছে। তোমাদের হাত ধরেই এই পৃথিবী অনেক দূর এগিয়ে যাবে, তোমাদের ভিতরে লুকিয়ে থাকা অসাধারণ সৃষ্টি শীলতা ও প্রতিভা জাগিয়ে তুলো জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাও।
আজ না কাল না হয় পরশু না তার পরের দিন একদিন না একদিন সফল হবেই ইনশাআল্লাহ। জয় হবেই, জয় তোমাদেরই
সবশেষে একটা কথায় বলবো তোমাদের সময়ের শেষ বলে কিছু নেই, সময়ের তো শেষ নেই?
তাইলে তুমি বা কেনো শেষ হবে? তুমি কেনই বা হেরে যাবে ?? তোমার যেখানে শেষ ; সেখান থেকে অনেকেরই শুরু!! জীবনে থেমে থেকোনা কখনো….শেষ থেকেই শুরু করো। আবার…..এখন সামনে এগিয়ে যাওয়ার পালা তোমাদের, যাও ব্যর্থতার শব্দ থেকে মুছে দাও তোমাদের নাম, তোমার শক্তি সাহস আর সাফল্যের জানান দাও বিশ্বকে। …. তরুণ লেখক, বক্তা ও ব্যবসায়িক উদ্দোক্তা- ওসমানুজ্জামান হায়দার রোকন চৌধুরী।