সন্দ্বীপ প্রতিনিধিঃ জুয়েল মাহমুদ- সন্দ্বীপ হারামিয়া মালেক মুন্সির বাজারে আগুন লেগে রবি ষ্টোর, জাকের ষ্টোর ও আনোয়ার ষ্টোরসহ ৩ টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসন ও জনগণ আপ্রাণ চেস্টা করছে।
আজ (২৫ জুলাই)বৃহস্পতিবার সকালের দিকে সন্দ্বীপে হারামিয়া মালেক মুন্সির বাজারে ভয়াবহ আগুনে ৩টি দোকান পুড়ে ৩ ব্যবসায়ীর আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এতে করে উক্ত ৩ ব্যাবসায়ী প্রায় পথে বসার উপক্রম হয়েছে।