দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে পাঁচটি (৫) সেতু নির্মাণের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
এ ৫ টি সেতুর মধ্যে রয়েছে-নাজিরহাট পুরাতন সেতুর স্থলে নতুন সেতু, নাঙ্গলমোড়া, পেস্কারহাট, রোসাংগিরী এবং নারায়নহাট হালদা সেতু। এসব সেতু সহ সরকারী এ বৃহৎ পরিকল্পনায় সারা দেশে ২১৫ টি নতুন সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে নাজিরহাট হালদা সেতু সহ সব সেতুর সরেজমিন প্রতিবেদন,নক্সা সহ যাবতীয় প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে বলে এলজিইডি’র বিশেষজ্ঞ (ইকিউএমএস কনসাল্টিং লিঃ) রাফিউল ইসলাম জানান। তিনি আরো জানান, নাজিরহাট হালদা সেতু নির্মাণে প্রতিবেদন এলজিইডি’র নিকট দাখিল করা হয়েছে।
এদিকে, নাজিরহাটবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী নাজিরহাট বাজার সংলগ্ন পুরাতন সেতুর স্থলে নতুন সেতু নির্মাণে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে সেতু এলাকা পরিদর্শনে আসেন ,এলজিইডি’র গ্রামীণ অবকাঠামো ও সেতু পূণঃনিমার্ণ প্রকল্প পরিচালক এবাদত আলী।
সেতু এলাকা পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক নাজিরহাট পৌরসভা কার্যালয়ে সেতু নির্মাণ এবং অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতামত বিনিময় করেন।
পরে তিনি রোসাংগিরী,নাঙ্গলমোড়া, পেস্কারহাট ও বিকালে রাউজানে আরো কয়েকটি সেতু এলাকা( প্রস্তাবিত) পরিদর্শন করেন।-ইউনুস মিয়া(নাজিরহাট)