স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে অ্যাডভোকেট মোল্লা আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মূল দল বা সহযোগী সংগঠন কিংবা এমপি যে যত প্রভাবশালী নেতাই হোক না কেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা সবাই নজরদারিতে আছেন।’
বুধবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ সদস্য রাশেদ খান মেনন ইউটার্ন নিয়েছেন। তার পরিণতি ভবিষ্যতে জানা যাবে।’
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে সাংগঠনিক ক্ষমতা বলে মোল্লা আবু কাওসারকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন।’
প্রসঙ্গত, এর আগে গত ২০ অক্টোবর গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান আওয়ামী লীগ সভাপতি।