বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (বৃহস্পতিবার) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে হেরে গেছে কিরগিজস্তানের কাছে।
অথচ এই দলের বিরুদ্ধেই আগের দিন ৩-২ সেটে দুর্দান্ত এক ম্যাচ জিতেছিল সাবিনা-ডলিরা। গুরুত্বপূর্ণ ম্যাচটি একপেশে বানিয়ে কিরগিজস্তান প্রথম সেট ২৫-১৩, দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে ও তৃতীয় সেট ২৫-১২ পয়েন্টে ম্যাচ জিতে নেয়।