কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে তাকে দেখা গিয়েছিল আগুনরঙা পোশাকে। সেই ছবি মঙ্গলবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন দীপিকা। ছবি পোস্ট করে লাল রঙের পোশাক পরার কারণও জানিয়েছেন তিনি।
পোস্টে বলিউড অভিনেত্রী জানান, লাল রঙ মানুষকে আরো ‘ক্ষুধার্ত’ করে তোলে। এ ছাড়া লাল রঙের পোশাক পরলে লোকজনকে দ্রুত আকর্ষিত করা যায়। লাল রঙের পোশাক লোকজনকে উত্তেজিত করে হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয় বলেও নিজের পোস্টে লিখেছেন দীপিকা। আর এই কারণগুলোর জন্যই নাকি তিনি লাল পোশাকে ওই অনুষ্ঠানে যান।
আগুনরঙা লাল পোশাকের এই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। দীপিকার ওই পোস্ট দেখে আপ্লুত রণবীর সিংহও। স্ত্রী’র লাল রঙের পোশাক পরার ব্যাখ্যায় তিনি লিখেছেন, ওপরের সব কটা লক্ষণই আমার মধ্যে চলছে।