বলিভিয়ায় বিরোধী দলের সিনেটর জানিন আনেজ নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। বিক্ষোভের মুখে গত রোববার বলিভিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ইভো মোরালেস সরে দাঁড়ানোর পর দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেন জানিন। পার্লামেন্টের ওই অধিবেশন বর্জন করেন মোরালেসের দলের আইনপ্রণেতারা। অর্থাৎ আনেজ যখন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন, তখন পার্লামেন্টে কোরাম ছিল না।
গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, পার্লামেন্টে কোরাম সংকট থাকার পরও মঙ্গলবার নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করে আনেজ বলেন, সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যক্তি হিসেবে তিনিই প্রেসিডেন্টের দায়িত্বে থাকতে পারেন। শিগগিরই তিনি নির্বাচনের ঘোষণা দেবেন।