জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফটিকছড়িতে শুরু হলো বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। ঐতিহ্যবাহী নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার(১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরের পৃষ্ঠপোষকতায় নানুপুর “ইউনিটি অফ টুয়েন্টি সিক্স” আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী। টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা জেবুন নাহার মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সদস্য সৈয়দ মুহাম্মদ মাসুম, ব্যবসায়ী নেজাম উদ্দীন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যন আমান উল্লাহ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, মুহাম্মদ শহীদুল্লাহ, ছাত্রনেতা আসলাম উদ্দীন মামুন, বখতেয়ার, খালেদ, জিসান মোস্তফা, মোজাম্মেল হোসেন মাসুম প্রমুখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ফটিকছড়ি সমিতিরহাট খেলোয়াড় সমিতি ও মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। খেলার একদম শেষ পর্যায়ে ১৪ নং জার্সি পরিহিত খেলোয়াড় গঞ্জো মারমার একমাত্র গোলে বিজয়ী হয় মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায় নক আউট পদ্ধতিতে ৮টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।