চট্টগ্রামের পাথরঘাটা ব্রিকফিল্ড এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসের ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভবনের সামনে থাকা কমপক্ষে ২৫ জন পথচারী আহত হয়েছে।
আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস লাইন বিস্ফোরণে আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এই ঘটনায় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন । এছাড়া জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭ জনের দাফন কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হবে এবং জেলা প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে আহতদের চিকিৎসা সেবার দায়িত্ব নিয়েছেন।