সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাত থেকে সম্মাননা গ্রহন করলেন মেট্রোপলিটন পুলিশের দুই কর্মকর্তা। আজ সন্ধ্যায় বাওয়া স্কুল মাঠে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক পক্ষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চার কর্মকর্তাকে গুণীজন সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দুই পুলিশ কর্মকর্তা ওসি মহসিন ও এডিসি মাহবুবুল আলমের হাতে গুণজনের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান সংবর্ধিত অপর পুলিশ কর্মকর্তা উৎপল বড়ুয়ার হাতে গুণীজন সম্মননা স্মারক তুলে দেন
মেয়রের হাত থেকে সম্মাননা পেলেন পুলিশ কর্মকর্তা।
