পেঁয়াজের দামের ঝাজ যখন কিছুটা কমতে শুরু করেছে ঠিক তখনই চট্টগ্রামের মানুষ টিসিবির পেঁয়াজের দেখা পেয়েছে। তবে এর আগে ঢাকার মানুষ বিভিন্ন স্পটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ সংগ্রহ করলেও চট্টগ্রামের মানুষ এ সুবিধা ভোগ করছে আজ মঙ্গলবার থেকে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নগরীর ৬টি স্থানে খোলা বাজারে সরকারীভাবে ন্যাযমূল্য পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারী এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে দুপুর থেকেই লম্বা লাইনে দাড়িয়ে থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ সংগ্রহ করতে দেখা গেছে দামপাড়া পুলিশ লাইন, কোতোয়ালী, হালিশহর, বায়েজিদ, পাহাড়তলী ও বন্দর এলাকায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে এক কেজি করে পেঁয়াজ কিনেছেন।
প্রথম দিনে মঙ্গলবার ৬টি ট্রাকে ১ হাজার কেজি করে পেঁয়াজ বিক্রি করার কথা জানিয়েছেন টিসিবির কর্মকর্তারা।
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নগরের ৬টি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে ১ টন করে প্রথম দিন ৬টি ট্রাকে বিক্রি করা হচ্ছে। একজন সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তিনি বলেন এ সেবা নিয়ে আগামীকাল বুধবারও নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক মিযানমারের পেঁয়াজ নিয়ে হাজির হবে।