দক্ষিণ ফটিকছড়ির মোহাম্মদ তকিরহাট হতে আবদুল্লাপুর ইউনিয়নে ঢুকারমুখে পল্লীবিদ্যুৎ সমিতি রাস্তার উপর দিয়ে এমনভাবে বিদ্যুতের কুটি স্থাপন করে বিদ্যুতের তার টেনেছে যাহা অত্যান্ত বিপদজনক।হাত একটু উচু করলেই ইলেক্ট্রিক তার হাতে ধরা পড়বে। যে কোন মুহুর্তে ঘটতে পারে মৃত্যুর মতো দুর্ঘটনা সহ প্রাকৃতিক বিপর্যয়। কোন চাদেরগাড়ি একটু বেশী মালামাল উচুঁ করে ঐ রাস্তা দিয়ে গেলে ঘটতে পারে মারাত্মক কোন দুর্ঘটনা এবং রাতে আধাঁরে বিপদ ঘটার সম্ভাবনাই বেশী। পল্লী বিদ্যুৎ সমিতি-২ সহ ফটিকছড়ির উর্ধ্বতন প্রশাসন কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতির কান্ডজ্ঞানহীন কান্ড।
