আজ সকাল থেকে ইজতেমার ময়দান দখল নিতে মাওলানা সাদপন্থিরা ইজতেমা ময়দানের আশ পাশের এলাকায় অবস্থান নেয়। অবস্থানের এক পর্যায়ে তারা মাওলানা জুবায়ের পন্থিদের ওপর হামলা শুরু করে। হামলা শুরু হলে দুই পক্ষের সংঘর্ষে আনুমানিক দেড় শতাধিক লোক আহত হয়েছে এবং মুন্সিগঞ্জের ইসমাইল মন্ডল (৭০) নামের একজন লোক মারা গেছেন বলে খবর পাওয় গেছে। তাদের মধ্যে সংঘর্ষে আহত শতাধিক মুসল্লিকে ভর্তি করা হয়েছে টঙ্গি হাসপাতালে এবং বাকিদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। । হামলার সময় ইজতেমার স্থায়ী প্যান্ডেলে অনেকে ঘুমিয়ে ছিলেন। লাঠিসোটা নিয়ে সাদপন্থিরা হামলা করলে জুবায়ের পন্থিরা ইটসুরকি ঢিল ছুড়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে। সংঘর্ষ থেমে থেমে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে।
মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা হামলা সময় বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের একপাশে যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে তীব্র যানজট দেখা দিয়েছে পুরো এলাকায়। দুপুরের পর আইন শৃঙ্খলা বাহিনী মাঠে প্রবেশ করে দুই পক্ষকেই মাঠ থেকে সরিয়ে দিতে শুরু করে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার দাশ জানান, আজ ভোর থেকেই আশকোনা এলাকায় মারমুখী অবস্থান নেয় তাবলিগ জামায়াতের দুই গ্রুপ।
টঙ্গিতে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে বিশ্ব ইজতেমা ময়দান রণক্ষেত্র।
