
গতকাল জামাল খান এলাকা থেকে পিয়াজ বিক্রয়ের সৌজন্য ছবি- ওচমান জাহাংগীর
প্রাথমিকভাবে নগরীর ৫টি থানার অধিনে সপ্তাহে ৭দিন মাত্র ৪৫ টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি করবে পুলিশ।
সরকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পর সিএমপি এই প্রথমবারের মত পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
পেঁয়াজ নিয়ে জনদূর্ভোগ কমানোর লক্ষ্যে সিএমপির এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি কর্মকর্তারা।
৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হবে।
প্রাথমিকভাবে কোতোয়ালী থানা খুলশি, চাঁন্দগাও, পাহাড়তলী ও ইপিজেড থানার সামনে প্রতিদিন একটন করে পেঁয়াজ বিক্রি করা হবে
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন.পেঁয়াজের দামের লাগাম টানতে মাঠে নামছি আমরা। পেঁয়াজ বিক্রি করব আমরাও। প্রতিদিন এক টন পেঁয়াজ আমরা নগরবাসীর কাছে বিক্রি করব। মাত্র ৪৫ টাকা কেজি দরেই প্রতিদিন কোতোয়ালি থানা প্রাঙ্গণ থেকে কিনতে পারবে পেঁয়াজ।