ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি লিখে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সে ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা ঢাকতেই ইউরোপীয়রা ওই নালিশ জানিয়েছে।
জারিফ বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেন, “ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে জাতিসংঘ সাধারণ পরিষদকে লেখা তিন ইউরোপীয় দেশের চিঠিতে হতাশাজনক মিথ্যাচার করা হয়েছে যার উদ্দেশ্য পরমাণু সমঝোতা বাস্তবায়নে তাদের দুর্ভাগ্যজনক ব্যর্থতাকে ধামাচাপা দেয়া।”
তিন ইউরোপীয় দেশ বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপনের জন্য এ সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে দাবি করা হয়, ইরানের কাছে ‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ রয়েছে। চিঠিতে আরো দাবি করা হয়, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৫ সালে যে প্রস্তাব পাস করেছিল ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে তেহরান তা লঙ্ঘন করছে ইরান ।
জারিফ তার টুইটার বার্তার অন্যত্র আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করার দায়ে তিন ইউরোপীয় দেশকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে যদি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা ফিরে পেতে হয় তাহলে তাদেরকে আমেরিকার প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা অর্জন করতে হবে।