লিভারপুলের সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন জেমস মিলনার। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত লিভারপুলের জার্সিতে মাঠে দেখা যাবে এই তারকাকে।
উল্লেখ্য, ২০১৫ সালে মিলনারকে দলে ভেড়ায় লিভারপুল। সেই থেকে ক্লাবের ৭ নাম্বার জার্সির মালিক বনে গেছেন এই ইংলিশ মিডফিল্ডার।
জানা গেছে, এখন পর্যন্ত দলের অন্যতম সেরা পারফর্মার হয়ে ১৯৮টি ম্যাচে মাঠে নেমেছেন মিলনার। আর লিভারপুলের হয়ে ৫টি ফাইনালে খেলেছেন তিনি ।
নতুন চুক্তি স্বাক্ষর করার পর লিভারপুল এফিস. কমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলনার জানান, ‘এই ক্লাবের হয়ে মাঠে নামতে পেরে আমি গর্বিত। ক্লাবের বদলে যাওয়ার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করি।’
জেমস মিলনার বলেন, ‘প্রতিদিন ট্রেনিংয়ে আসা আমি উপভোগ করি। আমার সতীর্থ, কোচ এবং সকল সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ।’
তিনি আরো বলেন, ‘ক্লাব আমার প্রতি ভরসা দেখানোয় এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি আমার সর্বস্ব দিয়ে ক্লাবকে সফলতা এনে দিতে চেষ্টা করে যাব।’