আওয়ামী দূঃসময়ে যে মানুষটি সঙ্গীতের মাধ্যমে জীবনঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রচারে আওয়ামী শিল্পী গোষ্ঠী নামক দল নিয়ে ছুটে গেছেন দেশের
এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে,যেখানেই আওয়ামী লীগ
এর জনসভা বা সমাবেশ সেখানেই অনিবার্য ছিলো
অশোকদার আওয়ামী শিল্পী গোষ্ঠীর পরিবেশনা,
আজকের প্রজন্ম হয়তো উনার সম্পর্কে জানেনইনা,
সেই নির্লোভ নিরঅহংকারী সাদা মনের মানুষটি
আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,উনার সুস্থতা কামনায়
সকলের দোয়া/আশীর্বাদ কামনা করছি।।।
*************।।দেবাশীষ পালিত।।***********
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ অশোক সেনগুপ্ত গুরতর অসুস্থ।।।
