মোঃ আবু মনসুর, বোয়ালখালী থেকে-গত ক’দিন পূর্বে হাতির আক্রমনে ৩জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতে এ ঘটনায় জনমনে উৎকন্ঠা দেখা দিয়েছে। ৮ নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে জ্যৈষ্টপুরা সূর্য্যব্রত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায় ১৬ ডিসেম্বর সকাল ৬ টা ৩০ মিনিটে জ্যৈষ্ঠপুরা গ্রামের ০৯নং ওয়ার্ডের হিন্দুপাড়ার বাসিন্দা রুপন দাশ (৫৫) ,পিতাঃ মৃত ধীরেন্দ্র দাশ, মাতাঃ আলো রানী দাশ নামের এক জন ব্যক্তির বন্য হাতির আক্রমনে মৃত্যু হয়। তিনি সূর্যব্রত মেলা স্থানের পাশের হিন্দু পাড়ার বাসিন্দা ছিলেন।
গত রাত থেকে বন্য হাতির একটি পাল কড়লডেঙ্গা পাহাড় থেকে খাবারের সন্ধানে লোকলয়ে প্রবেশ করে। রাতভর তান্ডব চালিয়ে সকাল সকাল রুপন দাশকে আক্রমন করে।