সকলের দোয়া ও আশীর্বাদ কামনা, প্রবীন শিক্ষক নেতা, মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী ফুসফুস ক্যান্সারের সাথে জীবন মরণ লড়াই করছে ।
বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের কৃতি পুরুষ, বাংলাদেশ শিক্ষক সমিতি ( BTA) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুনীল চক্রবর্তী বর্তমানে LUNG CANCER এ আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইস্হ APOLLO PROTON CANCER CENTRE -এ চিকিৎসাধীন আছেন। তিনি সবার নিকট নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থী।
প্রবীন শিক্ষক নেতা ও শিক্ষাবিদ সুনীল স্যার একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তাছাড়া তিনি চট্টগ্রামের প্রায় চার দশকের শিক্ষা ও শিক্ষক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।বোয়ালখালী পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও নগরীর আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও শিশু- কিশোর সংগঠক,৭০’র দশক হতে সুদীর্ঘকাল মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী একমাত্র পেশাজীবীর শিক্ষক সংগঠন কিংবদন্তী শিক্ষক নেতা অধ্যক্ষ মো. কামরুজ্জামানের নেতৃত্বাধীন বাংলাদেশ শিক্ষক সমিতি (BTA)’র চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক/ সভাপতি ও যুগপৎ কেন্দ্রীয় সদস্য/ সহসভাপতি পদাধিকার হয়ে দেশ ও জাতির মহত্তর কল্যাণে জাতীয় শিক্ষা ও শিক্ষক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বর্তমানে তিনি এ সংগঠনের কেন্দ্রীয় ও চট্টগ্রাম আঞ্চলিক উপদেষ্টা এবং চট্টগ্রাম জেলা শিক্ষক সমবায় কল্যাণ সমিতি লিমিটেড এর সভাপতি। বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারস- ৭১ ফোরাম’র সম্মানিত সভাপতি।
তিনি ৮০’র দশকে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনকালীন ১৫ দলীয় মিছিলের অগ্রভাগ হতে গ্রেপ্তার হয়ে প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী ও অন্যান্য রাজবন্দিদের সাথে(ডিভিশন প্রাপ্ত)চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করেন।মুক্তিযুদ্ধকালীন পাকসেনার আক্রমনে শাকপুরার শতাধিক বীর শহিদ স্মরণে নির্মিত ও সম্প্রতি সরকারি অর্থায়নে নবায়নকৃত “শাকপুরা শহিদ স্মৃতি স্তম্ভ(বধ্যভূমি) পরিচালনা পরিষদ ” সভাপতি এই বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ২০১৯ সনে ” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক বিদ্যালয় ভিত্তিক আলোচনা ও মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার পর্বে ১৫ টি বিদ্যালয়ে দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহন করেন।
এই কৃতী শিক্ষক সংগঠক শিক্ষার গুণগত মানোন্নয়নকল্পে ৯০’র দশকে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে নবপ্রবর্তিত মানোন্নত শিক্ষাক্রমের ভিত্তিতে ৫ দিনব্যাপী “গণিত শিক্ষক প্রশিক্ষণ” এবং চট্টগ্রাম লায়ন্স ক্লাব ও বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার যৌথ উদ্যোগে Secondary English Teaching Improvement Project (SETIP) এর সদস্য সচিব হিসাবে উপজেলা ভিত্তিক ২০ দিন ব্যাপী Communicative English প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
উল্লেখ্য চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্টা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এই কৃতি শিক্ষাবিদ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে “ইংরেজি ১ম পত্র” ও ” গণিত” দুই বিষয়ের প্রধান পরীক্ষক এবং ২০১০-২০১২ মেয়াদে ” চট্টগ্রাম শিক্ষাবোর্ড গভর্ণিং বডি’র সম্মানিত সদস্য পদে দায়িত্ব পালন করেন।
তিনি বৃহত্তর চট্টগ্রাম ও জেলা-উপজেলা পর্যায়ে শিক্ষক সমাজ এবং শিক্ষাপ্রশাসকগণের এক প্রিয় ভাজন ব্যক্তিত্ব।
আমরা বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার কর্মকর্তা ও কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ তাঁর আশু রোগমুক্তি কামনা করছি।